সালাউদ্দিন আইয়ুবী - জুলফিকার আহমেদ (সুমন)
সালাউদ্দিন আইয়ুবী
জুলফিকার আহমেদ (সুমন)
আর কতো তোমারা ঘুমিয়ে রবে?
কেউ কি নেই সালাউদ্দিন আইয়ুবী হবে?
ঘুমাইও না বীরের জাতি এবার জেগে উঠো।
সালাউদ্দিন আয়ূবী হয়ে আকসা পানে ছুটো।
আল আকসা তোমার ভূমি করো তাকে জয়।
মরলে শহীদ বাঁচলে গাজি তোমার কিসের ভয়?
সালাউদ্দিন আইয়ুবীকে প্রশ্ন করা হলো।
হাসো না কেনো হে সালাউদ্দিন আমায় একটু বলো?
কেমন করে হাসি আমি আমাকে দাও বলে?
তাকিয়ে দেখো কুদুস এখনও কাফেরের দখলে।
কি জবাব দিবো হাসরের দিন প্রশ্ন করা হলে?
গাজায় কাঁদে মাজলুম মুসলিম সালাউদ্দিন কেমনে হেসেছিলে?
No comments