আযানের সুর- আবু বকর সিদ্দিক
আজানের সুর
আবু বকর সিদ্দিক
তুমি ছাড়া নেই কোন ইলাহ
সাক্ষ্য দিয়েছি মোরা প্রভু..,
তোমার জন্য শুধু ইবাদত করি
মোরা শিরিক করবো না কভু...।
সাক্ষ্য দিচ্ছি মোরা আবার
মোহাম্মদ তোমার রাসূল..,
যখন শুনিবো মোরা এ মধুর নাম
দরুদ পড়তে মোরা করব না ভুল...।( সা:)
মুয়াজ্জিন ডাকে সুরলিত কন্ঠে
হাইয়্যা আলাস সালাহ বলে
পা বাড়িয়ে দিই মোরা মসজিদ প্রাণে
ইবাদত করতে মরা প্রাণ খুলে..।
মুয়াজ্জিনের কন্ঠে যখন
শুনি এ মধুর আজান
হৃদয়টা মোর ভরে তখন
ব্যাকুল হয়ে ওঠে মনে প্রাণ..।
No comments