Header Ads

Header ADS

আমার পথ- এনামুল হক পাইলট

আমার পথ 

এনামুল হক পাইলট


যে মোর গায়ে পুঁড়া ইট ছুড়বে

আমি তার শির নিবো বাহুতে।

হ্যাঁ এটাই আমার পথ। কারো সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তার সাথে আমার মিল রাখতে হবে এটা আমি কখনো ভাবিনা। আমি সবসময় ভেবে থাকি, কেউ যদি আমার সামনে অন্যায় করে বেড়ায় তাহলে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো এবং প্রতিবাদ করবো। এটাই আমার পথ এটাই আমার নৈতিকতা এবং এটাই আমার আদর্শতা। তাই বলে আমি কলা গাছ ফেটে বের হয়নি।

 

নিজেকে কোনো একটি বড় স্থানে পৌঁছে দেওয়ার জন্য চোখের সামনে কেউ কাউকে অন্যায় ভাবে কারো উপর আঘাত করবে এবং আমি তা দেখে যাবো এটা আমার পক্ষে সম্ভব নয়! আমি অবশ্যই তার অন্যায়ে প্রতিবাদ করবো। যদিও তার দ্বারা বড় হতে পারতাম তবুও বড় হতে চাইনা যদিও আবার তার দ্বারা ক্ষতি হয় তবে হোক যত পারে ক্ষতি। বার বার কারো মুখের ধমক শুনে আবার তার পিছনে পিছনে লেজ ধরে হাঁটবো আমি সেরকম মানুষ নয়। আমি তেমন একজন ব্যক্তি প্রয়োজনে তার লেজখানা ছেড়ে আপন হিম্মতে কোনো অচেনা পথের প্রান্তরে ছুটে যাবো। তবুও আমি তার লেজ ধরে চলব না। নদীর উল্টো রাতে চলার চেষ্টা করব এবং যদি যেতে নাই পারি তবে ক্লান্ত হয়ে যেদিন ভাসতে ভাসতে মোহনায় গিয়ে পৌছাবো সেদিন অচেনা নদীর বুকে আমি হারিয়ে যাবো। তবুও আমি আমার সত্যের এবং প্রতিবাদের পথে চলব। আর এটাই আমার পথ এবং চলার উদ্দেশ্য।

 

প্রতিটি প্রাণীর মধ্যে যেমন বন্য প্রাণী রয়েছে তেমন আমাদের মানুষের মধ্যেও  খুমানুষ রয়েছে। যেমন কিছু মানুষ তাদের ধর্ম নিয়ে প্রতারণা করে বেড়ায় এবং মনপ্রাণ তনু নিয়েও প্রতারণা করে বেড়ায়। কিন্তু তাদের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াবে এমন মানব সন্তান খুবই কম রয়েছে। তবে হ্যাঁ মাঝে মধ্যে প্রতিবাদ করে দাঁড়ায়, কিন্তু কার সাথে কার পক্ষ লয়ে প্রতিবাদ করে দাঁড়ায়? প্রতিবাদ করে দাঁড়ায় তাদের বিরুদ্ধে যারা, ক্ষমতাহীন দুর্বল এবং হিম্মতহীন। তাদের সামান্য অপরাধের জন্যও প্রতিবাদ করে কণ্ঠ তুলে দেয় খুমানুষেরা। কিন্তু এটা আমার পথ না, এটা আমার নৈতিকতা না।

 

তুমি বাদশাহ আমি ক্রীতদাস

অন্যায় করবেমারব শাবল!

সাব্বাস সাব্বাস।

হ্যাঁ এটাই আমার পথ এবং নৈতিকতা। আমি ক্রীতদাস বলে বাদশাহর একটি অন্যায় কাজ আমি ন্যায় বলে মেনে নিতে পারব না। তাহলে আমার আদর্শ পথের মাঝে একটি কলঙ্ক বসে যাবে এবং যা চিরকালের জন্য স্মৃতিময়। কিন্তু আমি ন্যায়ের পথের একজন পথিক হয়ে এটা করতে পারব না। তাই আমি আমার পথেই সর্বদা চলব। আমার আদর্শতাকেই আমি ভক্তি করবো।

 

আমি যে পথ ধরেছি তা হতে কেউ সরাতে পারবে না। আমার সামনে ঝড় এসে যদি বাঁধা দেওয়ার চেষ্টা করে, তাহলে আমি হাসি মুখে তাকে বলব, আমাকে নিয়ে যাও তোমার গতি যে প্রান্তরে গিয়ে থামবে বা তোমার যেখানে নিয়ে যাওয়ার আজ ইচ্ছা হয়েছে, আমাকে নিয়ে যাও তবুও আমি আমার পথ ছেড়ে কোথাও যাবো না। কারণ আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না।

যদি এই পথের মাঝখানে মৃত্যু এসে দাঁড়িয়ে বলে যে, আমি মৃত্যুদূত, তোকে নিতে এসেছি। তাহলে আমার বুকের পাঞ্চর ভেঙ্গে তার হাতে তুলে দিবো এবং সেই মৃত্যুকে জয় করে নিবো।

 

নিজের মধ্যে যদি চেতনা না থাকে তাহলে কেউ তা দিতে পারবেনা। তা যদি দিতে পারতো তাহলে একজন আরেকজনের মধ্যে প্রতিভাটাও দিয়ে দিতো এবং দেওয়ানেওয়ার একটা প্রতিযোগিতা হয়ে যেতো। এতে কেউ থাকত কাঙ্গাল কেউ থাকত বিত্তশালী। কিন্তু এটা করা যায়না বলেই বছরের পর বছর সাধনা করতে হয় এবং তারপর প্রতিভা প্রকাশ হয়।

 

তাই আমি বলছি, আমি কারো মধ্যে চেতনা দিতে পারবো না! তবে অনুরোধ নিজ থেকে নিজের চেতনা জাগিয়ে তুলুন। শেয়ালের মতো এভাবে সারাজীবন লেজ নত করে চললে হবেনা। সবাই এক হও।



No comments

Powered by Blogger.