Header Ads

Header ADS

হে রাসূল- জুলফিকার আহমেদ (সুমন)

 
হে রাসূল
জুলফিকার আহমেদ (সুমন) 

হে রাসূল আমি ক্লান্ত তনু নিয়ে।
বসেছিলাম খেজুর গাছের নিচে।
হঠাৎ তন্দ্রায় দেখি ডাকছে কেহ ঐ মদিনার দিকে।
জল ভারা আঁখি বয়েছিল কপলে।
হেঁটেছি দিগন্ত মরুর বুকে। 
সবুজ গম্বুজ দেখবো বলে দুচোখে। 
হে রাসূল একবার ডেকে নিও।
অতি গোপনে দেখা দিও।
হে রাসূল তোমাকে পাওয়ার আশায়।
ছুটে যেতে চায় মন পরম ভালোবাসায়। 
তুমি ফিরিয়ে দিওনা আমারে।
প্রাণের চেয়ে প্রিয় আমি মানি তোমারে।
এই ভুবনে তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। 
সপ্নে হলেও একবার তুমি দেখা মোরে দিও।
আস্সালামু আলাইকুম ইয়া রাসূল।
এই অধমের সালাম তুমি কবুল করে নিও।




No comments

Powered by Blogger.