Header Ads

Header ADS

প্রিয়ার বায়না- মোঃ রাইয়্যান ইসলাম রকিব

প্রিয়ার বায়না
মোঃ রাইয়্যান ইসলাম রকিব
 
প্রিয় তোমার কি মনে পড়ে,
ছোট বাচ্চার মতো বাইনা ধরেছিলে,
রেশমি চুড়ি আর শাড়ির বায়না।
 
শপিংমলে নিতে চেয়েছিলাম
তুমি যেতে চাওনি।
রাস্তার পাশে বসা এক মামার কথা বলেছিলে,
তোমার ইচ্ছেতেই সেখানে গিয়েছিলাম।
তোমার শাড়ি আর রেশমি চুড়ি কেনার
প্রতিযোগিতা নিজ চোখেই দেখেছিলাম।
 
তোমার চাহিদা ছিল শাড়ি-চুড়ি নেবার
তবে অবাক হয়েছিলাম নেবার ভঙ্গি দেখে।
সবচেয়ে কম দামী গুলো নিয়েছিলে,
আমায় সত্যিকারের ভালোবাসো তা বলেছিলে।
আচ্ছা সত্যিকারের ভালোবাসা কি অর্থ বোঝায়?
 
সত্যিকারের ভালোবাসা গুলো হয় মন থেকে।
সেখানে কোন চাহিদা থাকেনা,
থাকেনা মান-অভিমান, মিছে বাইনা।
তুমি কি তাই প্রমাণ করেছো আমার কাছে।
তুমি যে আমায় ভালোবাসো তা হ্নদয়ে গেঁথেছে।


কবির অন্যান্য কবিতা পড়তে নিচের শিরোনামের উপর ক্লিক করুন। 



 

No comments

Powered by Blogger.