Header Ads

Header ADS

নতুন সম্ভাবনার দোর- সাব্বির আহমেদ

নতুন সম্ভাবনার দোর
সাব্বির আহমেদ
 
ঝর্ণা কলমে বিদ্রোহী কবিতা
ঘরে থাাকা দোয়াতের জোরে।
বল পেন দ্রুত কালি ফুরিয়ে
অসময়ে অকেজো হয়ে পড়ে।
 
নতুনের তরে রবে শুভ কামনা, যা খুশী তা করা যাবে না
প্রয়োজন সময় করে দেবে, অপ্রয়োজনে কথা বাড়াবে না।
মানুষের মায়া, মমতা, মোহ কত ধানে কত চাল, বুঝা দুরূহ
নতুনের বেশে, পুরনো স্বরূপ, ফিরে আসে আপন দেশে।
 
সাধারণ বলে যদি ভেবে থাকো
অসাধারণ কথাটি মনে রাখো
বেলা গড়াবে, সময় বদলাবে
ভোরের স্নিগ্ধতা, তত হারাবে।
 
প্রকৃতির বুকে হাওয়া পরিবর্তন উত্তর থেকে দক্ষিণে বইবে
সময়ের ফেরে আপন গতিতে, দিনের শেষে সন্ধ্যা নামবে ।
চাঁদের আবছায়ায় পৃথিবী ঢাকা জনশূন্য রাস্তাঘাট ফাঁকা
পরিচিত শহরে পথে নির্বিঘ্নে ঘুরাঘুরি রাত পোহাতে দেরী।
 
নীল আকাশে মেঘেদের আভা
বিপ্লবীদের বুকে মুক্তির আশা
রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা,
এত সহজে পথ হারাবো না।
 
খুব করে আকাশটাকে দেখা, প্রাণ ভরে শ্বাস নিতে পারা।
নতুন দিগন্তের, নতুন সূচনা মুক্ত বাতাসে এইতো চাওয়া।
চাইব না আর আরেকটি বার বদ্ধ জানালায় পৃথিবী আমার।
নতুন স্বপ্ন নতুনের ডাক খুলে যাক, নতুন সম্ভাবনার দোর। 





 

No comments

Powered by Blogger.