Header Ads

Header ADS

একক বই প্রকাশ করার নিয়ম

আসসালামু আলাইকুম

আমি সন্ধান প্রকাশনীর প্রকাশক “এনামুল হক পাইলট” আমি যতোগুলো প্রশ্ন এই পর্যন্ত পেলাম তার মধ্যে অন্যতম প্রশ্ন হলো: একক বই প্রকাশ করার নিয়ম কি? কেউ কেউ আবার প্রশ্ন করে থাকেন: প্রকাশনার খরচে কোন বই করা হয় কিনা? আমি আপনাদের এই প্রশ্নের উত্তরসহ কত ফর্মা, কয় কপি বই করতে কত টাকা খরচ হয়, এগুলোর উত্তর দিবো।


১/ ফর্ম কী? কত পৃষ্ঠায় ১ ফর্মা?

এই দুটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বার বার। তাই সবার আগে এই দুটি প্রশ্ন সম্পর্কে একেবারে ক্লিয়ার হয়ে নিই। ফর্মা কী? ফর্মা হলো একটা বইয়ের সেলায় করার জন্য বা একটা প্লেট তৈরি করার জন্য নির্দিষ্ট একটা পৃষ্ঠার সংখ্যা। এখন জানবো কত পৃষ্ঠায় ১ ফর্মা? এখানে ৮ পেজে ১ ফর্মা। এটা গল্প কবিতা বইয়ের জন্য তবে অন্য বইয়ের ক্ষেত্রে অন্য হিসাব। ৮ পেজ মানে ১৬ পৃষ্ঠা এপিঠ-ঐপিঠ।


২/ একক বই প্রকাশ করার নিয়ম কী?

একক বই করার নিয়ম হলো প্রথমে আপনার পান্ডুলিপি কম্পিউটারে টাইপ করবেন। ভালো করে দেখবেন কোথাও ভুল আছে কিনা। আর অবশ্যই আপনি বিজয়ে টাইপ করাবেন। ফন্ট ব্যবহার করবেন Suttony MJ এটা গেল টাইপের বিষয়।

এবার দ্বিতীয় ধাপে কোন একটা প্রকাশনাতে যোগাযোগ করবেন। আমার পান্ডুলিপি প্রকাশ করতে চাই এখন কি করবো? তারা আপনাকে টাইপের কথা জিজ্ঞেস করবে এবং বলবে কত ফর্মা হবে। আপনি অবশ্যই জানেন বইটা কয় ফর্মা হবে।

তৃতীয় ধাপে আপনাকে বলবে খরচ সম্পর্কে। আপনার কত টাকা খরচ হবে এবং অগ্রিম কত টাকা দিতে হবে, আর প্রেসে দেওয়ার আগে কত টাকা দিতে হবে। তবে একটা কথা মনে রাখবেন প্রেসে বই দেওয়ার আগেই সম্পূর্ণ পেমেন্ট করতে হবে। আপনি যে কোন জায়গা থেকে বই করেন না কেন। অগ্রিম দিতেই হবে।


৩/ প্রকাশনার খরচে কোন বই করা হয় কিনা?

এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। কিন্তু নতুন কোন লেখকের বই প্রকাশনার টাকায় করা হয় না। কারণ একটা বই করতে খরচ হয় ১৫-২০ হাজার টাকা। এটা মুটামুটি একটা বইয়ের বিষয় বললাম। কেন করা হয় না? কারণ আপনি একজন নতুন কবি/লেখক আপনাকে কেউ চিনে না জানে না, প্রকাশনা ২০ হাজার টাকা খরচ করে বইটা করলে ১০ কপি বইও সেল হবেনা। তাহলে প্রকাশনার কত টাকা লস? এভাবে ১৫/২০ জনের বই করলে প্রকাশনার কত টাকা লস করতে হবে?

তাই প্রথম অবস্থায় আপনার বই আপনার টাকা দিয়েই করতে হবে এবং আপনাকেই প্রচার করতে হবে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার।


৪/ পান্ডুলিপি কিভাবে পাঠাবো?

বর্তমান আধুনিক জগৎ। এই প্রশ্নটা করা একদম বোকামি। তবুও অনেক প্রশ্ন পাই। পান্ডুলিপি আপনি মেসেঞ্জারে দিতে পারবেন অথবা ই-মেইল করে। আবার আপনি চাইলে What’s App এর মাধ্যমেও দিতে পারবেন। আপনার যেভাবে সুবিধা হবে।


৫/ কয় ফর্মা কয় কপিতে কত টাকা খরচ?

এই হিসাবটা একেক প্রকাশনা একেক রকমের নিয়ে থাকে। তবে আমার প্রকাশনা অর্থ্যাৎ সন্ধান প্রকাশনী যা নিয়ে থাকে:

 

ফর্মা

কপি

খরচ

কপি

খরচ

১০০

১১৫০০

২০০

১৫৪০০

১০০

১৩০০০

২০০

১৭২০০

১০০

১৪৫০০

২০০

১৯৩০০

১০০

১৭৩০০

২০০

২২০০০

১০০

১৯২০০

২০০

২৪৬০০

১০০

২২৫০০

২০০

২৭২০০

১০০

২৫০০০

২০০

৩১২০০

১০

১০০

২৯৩০০

২০০

৩৪২০০


৬/ অনলাইনে যদি কেউ সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে?

আমাদের সন্ধান প্রকাশনীর নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে। চাইলে যে কেউ ঐখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে সংগ্রহ করতে পারবেন।

অনলাইন সাইট : boistall.shop

 

ধন্যবাদ
যোগাযোগ
৩৪ বাংলাবাজার-১১০০
নর্থব্রুক রোড, মাদ্রাসা মার্কেট
01518609552

No comments

Powered by Blogger.