Header Ads

Header ADS

আমি মুক্তি চাই - জুলফিকার আহমেদ (সুমন)

আমি মুক্তি চাই
জুলফিকার আহমেদ (সুমন)
 
আমি মুক্তি চাই তোমার থেকে দূরে থাকতে চাই।
সত্যি বলতে আমি বড্ড বেহায়া আমার লজ্জা নাই।
আমি বাইরে রেগে যাই বেশ আসলে ভেতরে তাহা নাই।
তাইতো আমি বাতাসের গন্ধে হৃৎস্পন্দে তোমায় খুজে পাই।
আমার মাঝে আমি নাই তোমার মাঝেও নাই।
এই আমাকে বলো আমি খুজতে কোথায় যাই?
 
আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই।
আমার হৃদয়টা বিদীর্ণ করে দাও।
বিনিময়ে আমাকে মুক্তি দাও।
আমার হৃদয়টা ছিন্ন ভিন্ন করে দাও।
বিনিময়ে তোমার ছলনাময়ী চেয়ারটা মুছে দাও।
আরব সাগর পাড়ে গেলাম তোমায় ভুলবো বলে।
তোমার ছবি দেখতে পেলাম নীল সাগরের জলে।
 
চুক্ষু দুইটা গভীর ঘুমে ক্লান্ত হয়ে গেলে।
হাত লাগিয়ে দেখি তাহা ভিজে আছে জলে।
আমার জীবন বিষাদে ঢেকে তুমি গেছো যাও।
চক্ষু দুটি খুলে নিয়ে আমায় মুক্তি দাও।
আমি কোনো করিনি ভুল তবুও ভুলে গেলে।
তাইতো তোমার থেকে মুক্তি নিলাম দুই নয়নের জলে।
 


No comments

Powered by Blogger.