স্বার্থপর- সাদিকুল ইসলাম রিফাত
স্বার্থপর
সাদিকুল ইসলাম রিফাতনিজ স্বার্থের লাগি
অন্যের পথে দিয়েছ কাটা
করেছ তাদের অপমান,
অপমানিত হতে হবে
তোমাদের কে তাদের সমান।
অর্থের ভারে উঠিয়েছ মাথা
করেছ নিত্য নতুন সাজ,
ধ্বংস হোক মিথ্যে অহমিকা
ধ্বংস হোক তোমার সাজ।
টাকার বাহারে গড়েছ পাহাড়
করেছ সম্পদ আর গাড়ি বাড়ি
মনে রেখ ঠকবাজ তুমি
ফুরিয়ে আসবে একদিন সবি।
করেছ সম্পদ, গড়েছ স্বাস্থ্য
খেয়েছ ফলমূল সবি দামী
পাতিতে হবে হাত ঘনিয়ে আসবে কাল
সময় আসবে একদিন।
No comments