Header Ads

Header ADS

তুমি ফিরে এলেনা বলে- জুলফিকার আহমেদ (সুমন)

 তুমি ফিরে এলেনা বলে। 
জুলফিকার আহমেদ (সুমন) 

শত বিশ্বাস শত ভালোবাসা। 
আজ যেনো মরিচীকা আর হতাশা। 
দুঃখ নামের অসুখ যার সমাধান। 
আজ প্রজন্ত বিজ্ঞান ও জানেনা।
তুমি ফিরে এলেনা বলে সেই হতাশা 
আমাকে নিয়ে গেছে এক নিরব শহরে। 
আমার হৃদয় ভেঙেছে বিষাদ আমাকে ডুবাতে পারেনি। 
কিন্তু তোমার রহস্যময়ী প্রেম আমাকে ঠিকই ডুবিয়েছে।
এই ভুতুড়ে শহরের হায়না আমাকে ছিঁড়ে খেতে পারেনি।
কিন্তু তোমার মুখের মিথ্যা হাসি ঠিকই আমায় ক্ষত বিক্ষত করতে পেরেছে।
আমি অতি নিরবতার সাথে বটের মুলে বাঁশি হাতে বসে ছিলাম। 
কারো দরজা কড়া নাড়ীনি তুমি ইতো পাশে বসে ছিলে ডেকেতো আনিনি
আমি আজওতো হৃদয়ের সকল দুয়ার খুলে রেখেছি হয়েছ কেনো অন্যের ঘরনি?


No comments

Powered by Blogger.