Header Ads

Header ADS

ই-বুক সংখ্যা ০২

আসসালামু আলাইকুম

আমি প্রকাশক এনামুল হক পাইলট বলছি। গত ২৮-০৯-২০২৪ তারিখ প্রকাশিত ই-বুক সংখ্যা ০১ -এ আমি বলেছিলাম যে, আগামী ১৫ তারিখ একটা মানসম্পন্ন ই-বুক প্রকাশ করবো। আমি আশা করছি সেই নোটিশটি আপনারা পড়েছেন এবং বুঝতে পেরেছেন। 

আগামী ১৫-১০-২০২৪ তারিখ ই-বুকে ১০০ জন কবির একটা করে কবিতা এবং সংক্ষিপ্ত কবি পরিচিতি ও ছবি প্রকাশ করা হবে। তার জন্য সবার কাছ থেকে আমরা অগ্রিম ৫০ টাকা করে নিচ্ছি মাত্র। এই টাকা নেওয়ার উদ্দেশ্য কী? প্রশ্ন কিন্তু আছে।

আসলে আমরা চাইছি সকল কবি ভাই/বোন/বন্ধুদের নিয়ে প্রতি ১৫ দিন পর পর একটা মিলন মেলা দিতে এবং প্রতিযোগিতা দিতে। এখন আমরা বিনামূল্যে প্রকাশ করতে পারবো এবং আমাদের পেজে ব্লগে প্রকাশ করছিও কিন্তু এটার মধ্যে কোন প্রতিযোগিতা নেই। যে কারণে আমি (প্রকাশক) নিজেও কোন মজা পাচ্ছিনা।

তাই আমি চাইছি প্রত্যেকের কাছ থেকে মাত্র ৫০ টাকা করে নিয়ে একজন কবিকে সেরা সম্মাননা এবং তার কবিতা আবৃত্তি করে ভিডিও তৈরি করে তারপর আমাদের ইউটিউবে দিবো, আমাদের কবিতা গাঁ পেজে দিবো। আরো ৫ জনকে আমরা বাছাই করে নিবো এবং তাঁদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রধান করবো। যেখানে আপনার ছবিসহ নাম এবং আমাদের পেজের লগো থাকবে।

মূলত এই খরচটার জন্য আপনাদের কাছ থেকে এই অল্প সামান্য টাকা নেওয়া হবে। ক্রেস্ট ৫ টি, একটি কবিতা অডিও করা, ভিডিও এডিটিং এবং কুরিয়ার খরচ। সব মিলে হিসাব করলে প্রায় ৫ হাজার টাকা চলেই যায়।

এখন আপনারা যদি সেই আয়োজনের জন্য রাজি হোন তাহলে আমাদের নিচের দেওয়া লিংকে গিয়ে ফরমটি পূরণ করবেন। আমরা কবিতা গাঁ পরিবার থেকে অবশ্যই আপনাকে কল দিবো এবং এবং আরো কিছু জানার থাকলে আমাদের প্রশ্ন করতে পারবেন।


ধন্যবাদ

ফরম লিংক: https://forms.gle/7o3tGLACq3L5XX618




No comments

Powered by Blogger.