বহুদূরে -শেখ উসমান সিরাজি
কবিতা : বহুদূরে
কবি : শেখ উসমান সিরাজি
আবৃত্তি : হুসাইন আহমাদ
আসসালামু আলাইকুম
কবিতা গাঁ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রিয় শ্রোতা আপনি যদি কবিতা লিখেন তাহলে আমাদের পেজে আপনার কবিতাটি প্রকাশ করতে পারেন অথবা আপনি যদি পাঠক হয়ে থাকেন তাহলেও আমাদের পেজটিকে ফলো করতে পারেন।
ধন্যবাদান্তে
কবিতা গাঁ পরিবার
What's App : +8801518609552
......................................................................
বহুদূরে
শেখ উসমান সিরাজি
আমি চলে যাব বহু দূরে
দূর দিগন্ত পারে।
যার কোন শেষ নেই।
জীবনের পথগুলো আঁকাবাঁকা।
চলার পথে কাঁটা হয়ে দাঁড়ায়
অগোছালো পথের বাঁক।
আমি চলে যাব বহু দূরে
দূর দিগন্ত পারে।
নতুন এক শহরে যেখানে আলো আছে
পূর্ণিমা জোছনা আছে
নীল আকাশে তারা আছে
সেখানে মিশে যেতে চাই।
আমি চলে যাব বহু দূরে
দূর দিগন্ত পারে।
কোন মানুষের মাঝে নয়
এই পৃথিবীতে একা এসেছি একা চলে যাব
একদিন রেখে যাব কিছু অতীতের স্মৃতি
আমি চলে যাব বহু দূরে
দূর দিগন্তের পারে।
কবি : শেখ উসমান সিরাজি
আবৃত্তি : হুসাইন আহমাদ
আসসালামু আলাইকুম
কবিতা গাঁ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রিয় শ্রোতা আপনি যদি কবিতা লিখেন তাহলে আমাদের পেজে আপনার কবিতাটি প্রকাশ করতে পারেন অথবা আপনি যদি পাঠক হয়ে থাকেন তাহলেও আমাদের পেজটিকে ফলো করতে পারেন।
ধন্যবাদান্তে
কবিতা গাঁ পরিবার
What's App : +8801518609552
......................................................................
বহুদূরে
শেখ উসমান সিরাজি
আমি চলে যাব বহু দূরে
দূর দিগন্ত পারে।
যার কোন শেষ নেই।
জীবনের পথগুলো আঁকাবাঁকা।
চলার পথে কাঁটা হয়ে দাঁড়ায়
অগোছালো পথের বাঁক।
আমি চলে যাব বহু দূরে
দূর দিগন্ত পারে।
নতুন এক শহরে যেখানে আলো আছে
পূর্ণিমা জোছনা আছে
নীল আকাশে তারা আছে
সেখানে মিশে যেতে চাই।
আমি চলে যাব বহু দূরে
দূর দিগন্ত পারে।
কোন মানুষের মাঝে নয়
এই পৃথিবীতে একা এসেছি একা চলে যাব
একদিন রেখে যাব কিছু অতীতের স্মৃতি
আমি চলে যাব বহু দূরে
দূর দিগন্তের পারে।
No comments