Header Ads

Header ADS

তোমার অপেক্ষা-মোজাহিদুল ইসলাম সাদ্দাম

তোমার অপেক্ষা
মোজাহিদুল ইসলাম সাদ্দাম
 
তোমার অপেক্ষায় থাকা আমার জন্য
সে যে কত আনন্দ
তুমি আসলে ফিরে, এ জীবন পাবে নতুন ছন্দ
হোকনা দিন গুলি, বাতাসবিহীন রৌদ্র
প্রবল ঝড় ও বর্ষা, না আসোক বসন্ত।।
 
আমি চেয়ে আছি তোমার পানে,
তোমার চরণ ধ্বনি বাজে আমার কানে
বক্ষ আমার উঠে কেঁপে
এই বুঝি তুমি এলে ফিরে
কিন্তু তুমি যে মরিচীকা, দাওনা ধরা মোরে।।
 
তুমি আসলে ফিরে পুরাতন প্রেমকে সাজাবো নতুন রূপে
দু’জনে ভাসিবো যুগল প্রেমের স্রোতে
সেই অপেক্ষায় শত তিমির রজনী আছি জেগে
হাতে নিয়ে মালা, পরাবো তোমার গেল
এভাবেই বাসিবো ভালো, শতবার শত রূপে।।

কবির অন্যান্য কবিতা পড়তে নিচের শিরোনামের উপর ক্লিক করুন। 




No comments

Powered by Blogger.