জ্বলন্ত জ্বালা - মামুন পাটোয়ারী
জ্বলন্ত জ্বালা
মামুন
পাটোয়ারী
দিন
শেষে আমি
আমার
আমি একা !!
মনের
সিন্দুকে অজস্র ব্যাথা
নেই
কেউ পাশে
কে
শুনবে কথা ?
দূর-
বহুদূর সুদূরে আছে সে
ঘর
হারা আমি আজ ভালোবেসে।।
স্বপ্নে
রাতে দেখি যে তারে
স্বাগত
জানাতে হাতে নিয়ে মালা
দূর
- বহুদূর কোন সে অচেনা শহরে
দেখা
হবে কি হবে না থাকি প্রহরে ।।
একই
আকাশের নীচে বসবাস
ক্ষমা
করে দিও জ্বলন্ত জ্বালা.....
No comments