Header Ads

Header ADS

জ্বলন্ত জ্বালা - মামুন পাটোয়ারী

জ্বলন্ত জ্বালা
মামুন পাটোয়ারী
 
দিন শেষে আমি
আমার আমি একা !!
মনের সিন্দুকে অজস্র ব্যাথা
নেই কেউ পাশে
কে শুনবে কথা ?
 
দূর- বহুদূর সুদূরে আছে সে
ঘর হারা আমি আজ ভালোবেসে।।
স্বপ্নে রাতে দেখি যে তারে
স্বাগত জানাতে হাতে নিয়ে মালা
 
দূর - বহুদূর কোন সে অচেনা শহরে
দেখা হবে কি হবে না থাকি প্রহরে ।।
একই আকাশের নীচে বসবাস
ক্ষমা করে দিও জ্বলন্ত জ্বালা.....
তাঁর অন্যান্য কবিতা পড়তে নিচে শিরোনামের উপর ক্লিক করুন..

  •     


        No comments

        Powered by Blogger.