Header Ads

Header ADS

টিপ টিপ বৃষ্টি - এস এম জাহিদুল ইসলাম

টিপ টিপ বৃষ্টি
এস এম জাহিদুল ইসলাম
তারিখ ০৬-১০-২৪ ইং
 
কতদিন ধরে বৃষ্টি বাবুর মন খারাপ
তাই টিপ টিপ বৃষ্টি সারাদিন রাত,
ঘরে আটকে বসে আছি বৃষ্টি মগ্ন দিনে
ভিজবো দু'জন রেখে হাতে হাত।
 
ছুঁয়ে দেব তোমায় বৃষ্টি ভেজা শীতল হাওয়ায়
হৃদয়ে শীতল শিহরণে ভালোবাসা জাগাবো,
ভালোবাসায় জড়িয়ে নিও আমায়
দু'জন মিলে জীবনটাকে রাঙাবো।
 
হবে কি তুমি আমার, বলবে কি মায়াবতী,
তোমার অপরূপ সৌন্দর্য্যের কাছে
মায়ায় আটকে পড়ে গেছি,
জীবনসঙ্গী হয়ে থেকে আমার পাশে।

কবির অন্যান্য কবিতা পড়তে নিচের শিরোনামের উপর ক্লিক করুন। 

No comments

Powered by Blogger.