Header Ads

Header ADS

সব হাসি -আশরাফুল ইসলাম আল-আজিম

সব হাসি
আশরাফুল ইসলাম আল-আজিম
 
সব হাসি নয়তো কেবল সুখের,
চাপা থাকে আড়ালে কান্না দুঃখের।
যদি দেখা যেত সব ক্ষত,
তবে বুঝতে হৃদয়ের বেদনা যত।
সব ফুল যেমনই প্রকাশ্যে ফোটে না,
আলোতে ঠিক তেমনি সুভাষ ও ছড়ায় না।
যদি হতো সবাই সবার মতো,
তবে ভালোবেসে প্রতিশোধ প্রতিরোধ করতো।



No comments

Powered by Blogger.