মন খারাপের বৃষ্টি - মামুন পাটোয়ারী
মন খারাপের বৃষ্টি
মামুন পাটোয়ারী
আজ বৃষ্টি নেমেছে ধরণীতে
আজ ভিজবে জমিন
ধুয়ে মুছে যাবে সব, সব।
তবুও আমার মনের জমিন
থেকে যায় শুকনো!
ভিজতে পারে না,
হয়না উর্বর!
ক্ষেত ভিজে ফসল দেয়,
গাছ ভিজে সবুজ হয়।
আমি বেদনার রঙ নিয়ে
বয়ে যাই।
বৃষ্টি আমার বেদনা ধুয়ে দিতে পারে না!
মনের আকাশ অন্ধকার।
উঠে না সাতরঙা রঙধনু!
বৃষ্টি যেন আমার
মন খারাপের বৃষ্টি!
No comments