একা- মামুন পাটোয়ারী
একা
মামুন
পাটোয়ারী
কেন
শুধু মিছে আশা
অভিনয়,
এ নয় ভালোবাসা!
একা
একা পথ চলা
মিছেই
ভালোলাগা।
চোখের
আড়াল তো মনের আড়াল,
মনে
রাখার কোন মানে নেই!
কাছে
থেকেও দূর বহুদূর,
চোখ
ছলোছলো সমুদ্রুর।
আজ
তুমি স্বার্থপর
একদিন
আমিও হবো পর।
আজ
তুমি কাছে নেই
কাল
তুমি পাবে সেই!
আর
কতো অভিনয়
কতো
আর সবিনয়,
শেষ
হবে অভিনয়
আমি
কোন কবি নয়!
আসলে
মানুষ ভিষণ একা!
আসলে
মানুষ শুধুই একা!
আসলে
মানুষ বড়ই একা!
No comments