Header Ads

Header ADS

এই বরষায় - মামুন পাটোয়ারী

এই বরষায়
মামুন পাটোয়ারী
 
আহা কি বৃষ্টি
অপরুপ সৃষ্টি
আহা কি বৃষ্টি
অপরুপ সৃষ্টি ।
মন ভিজে যায়.....
এই বরষায়
এই বরষায় ।।
 
যেখানে পরে
শীতল ছায়া
তারই পাশে যেন
আদর মায়া ।।
নূপুর পায়ে বাজে যেন
আজ জোছনায়......
আজ জোছনায় ।
 
আকাশের নীলে
তুমি ছিলে
মেঘেদের দলে
সাথী হলে ।।
চেয়ে দেখো দূরে আজ
খোলা জানলায়......
খোলা জানলায় ।


তাঁর অন্যান্য কবিতা পড়তে নিচে শিরোনামের উপর ক্লিক করুন..

No comments

Powered by Blogger.