হেমন্তের ডাক -এইচ এম রানা
হেমন্তের ডাক
এইচ
এম রানা
হেমন্তের
ডাক ফুরফুরে
শীতের
মৃদু আবাস,
ধান
পাকা তার সুদূর ঘ্রাণ
খেজুর
গুড়ের সুভাস।
বধূর
কাধে কাজ এসেছে
হেমন্তের
ডাক নিয়ে,
কৃষক
কৃষিনী ছুটাছুটিতে
মাঠের
কাদা পায়ে।
শীতের
দিনে খেজুর রসে
সুভাস
চারদিকে,
পিঠা
পুলির আভাস যেনো
হেমন্তের
ঐ ডাকে।
গ্রাম
বাংলা সাজবে আবার
নতুন
মাসকে পেয়ে,
সৌন্দর্যের
ঐ লীলাভূমি
দেখবে
সবাই চেয়ে।
কৃষকের
কাধে ধানের বোঝা
আনন্দ
ঘরে ঘরে,
নতুন
ধানের পিঠাপুলি খাবে
মনের
আমেজ ভরে।
নতুন
আমেজ নতুন সুভাস
হেমন্তের
ঐ ডাকে,
সুঘ্রাণ
আর সুভাস যেনো
ভাসছে
বাঁকে বাঁকে।
No comments