Header Ads

Header ADS

কলম চলবে - এইচ এম রানা


কলম চলবে
এইচ এম রানা
 
কলমেরা চলছে বলেই ভাষার
এত তীব্রতা,
কলমেরাই মুছে দিয়েছে
সভ্যতার মূর্খতা।
 
কলম লিখেই চলতো পূর্বেই
যত প্রেম আলাপ,
সেই কলমের দুঃখ কবিতা
প্রকাশের সংলাপ।
 
বিদ্রোহীরা এগিয়ে গিয়ে
যাবে মিছিলের দলে,
কলমেরা বড্ড সচেতন বলে
কবিতা আজও চলে।
 
কলমই আজ চলছে শুধু
সাহিত্য চর্চার দিকে,
কলম আজ পোঁছাতে হবে
সব মানুষের বুকে।
 
এই কলমের কালিতে আছে
অত্যধিক এক শক্তি,
দোষীকে বিচারক দেয় শাস্তি
নির্দোষ পাই মুক্তি।
 
কলম দিয়ে কোমল শিশু
বর্ণমালা লেখে,
প্রাপ্ত হলে সেই কলমে আয়
করতে শেখে।
 
কলমে লিখেই কবিতা
তৈরি শত শত কবি,
তাইতো আজ বিশ্বের বুকে
উঠেছে নতুন রবি।
 
রচনাকাল : ০২.১০.২০২৪



No comments

Powered by Blogger.