Header Ads

Header ADS

বিদ্রোহী প্রেম -মোঃ আজহারুল ইসলাম অপুর্ব

বিদ্রোহী প্রেম
মোঃ আজহারুল ইসলাম অপুর্ব
 
তোমাকে ভালোবাসি বলা নিষিদ্ধ হলে,
অভিমানে জ্বলে উঠুক হৃদয়।
 
রাজপথে নামুক কঠিন আন্দোলন,
স্লোগান উঠুক অগণিত কন্ঠে সমর্পণ।
 
তীব্র চিৎকারে জানিয়ে দিক প্রেমের ধ্বনি,
তোমার-আমার ভালোবাসা এই বিশ্বজয়ী।
 
আমাদের বিদ্রোহে কাঁপুক বিশ্বব্রহ্মাণ্ড,
যুদ্ধ যেনো থেমে যায় প্রেমের অন্ধকার দ্বন্দ্ব।
 
বিশ্বযুদ্ধ নয়, প্রেমের আলোতে ভাসুক,
তোমার আমার ভালোবাসায় বিশ্ব মাতুক।
 
সকল কাঁটায় রাঙুক গোলাপের হাসি,
প্রেমের মন্ত্রে মিলুক আকাশের রাশি।

কবির অন্যান্য কবিতা পড়তে নিচের শিরোনামের উপর ক্লিক করুন।



No comments

Powered by Blogger.