রূপালী বাংলা-এইচ এম রানা
রূপালী বাংলা
এইচ
এম রানা
সোনালী
রূপালী শস্য শ্যামল
রক্ত
গড়া দেশ,
ধরলি
কেনো তোরা আবার
ঐ
শকুনের বেশ।
রক্ত
দিয়ে গড়া আমার
খাটি
সোনার বাংলা,
আবার
কেনো অস্ত্র নিয়ে
করলি
তোরা হামলা।
স্বাধীন
দেশে স্বাধীন কথা
বলবে
আমার ভাই,
স্বাধীন
দেশে স্বাধীন ভাবে
আবার
বাচতে চাই।
চব্বিশের
স্বাধীনতা মোরা
পেলাম
নতুন করে,
স্বাধীনতা
সারাজীবন
রাখবো
মোরা ধরে।
দেশের
মানুষ হক কথা
বলবে
স্বাধীন ভাবে,
এই
দেশের কোটি মানুষ
থাকবে
নতুন বেশে।
রূপার
মতো বাংলা আমার
ঝড়লো
কেনো রক্ত,
তোদের
মন কেমন করে
হলো
এতো শক্ত।
এইচ
এম রানা
No comments