নকল -এইচ এম রানা
নকল
এইচ এম রানা
নকলের ভীড়ে দেখছি
আসল যায় না চেনা,
লেবাস দিয়ে মেলে ধরে
টাকায় সবাই কেনা।
চেটেপুটে খাবে নেতা অন্যের
পাওনা ফাঁকি,
সবাই যখন শক্তিমানের
আরজি কারে রাখি!
সুন্দর সুন্দর পোশাক দেখে
চোখে ধাঁধা লাগে,
খেটে খুটে মরল যে জোটে
না তার ভাগে।
কায়দা করে ফায়দা লুটছে
সেবার মত কাজে,
গুনগত মানে নেই পরোয়া
বেশতো খাঁটি সাজে।
নেতা মশায় ফুলে ফেঁপে
মাথায় চড়ে রবে,
অসহায় সব হারিয়ে মরছে
দুর্নাম সয়ে।
মানবতার ভাষন ছুটে
আর্ম জনতা দেখে,
দুর্বলের ধন কেড়ে ওরা
বাবু নাম রাখে।
শিল্পায়নে যুগে এসে স্যুট
পরেছে বাবু,
নামের ছলে শ্রমিক বোকা
আগের মত কাবু।
নেতা বাবু বসে বসে হাত
গুটিয়ে থাকে,
শ্রমিকেরা খেটে খুটে মরছে
ধুঁকে ধুঁকে!
No comments