Header Ads

Header ADS

কাব্য কথা -১৭ -নন্দিনী লুইজা

কাব্য কথা -১৭
নন্দিনী লুইজা
 
সকাল দেখে সারাদিন চেনা যেতো আগে
এখন আবহাওয়া চলে মানুষের নিয়ন্ত্রণে
তাই তো বিগত দিনের চাওয়া পাওয়া
ফিকে থেকে ফিকে হয়ে ধুসর বর্ণ ধারণ।
 
ব দ্বীপের বাসিন্দা মোরা সোজা বুঝি কম
       ব এর মতো বাঁকা মোরা
 আপাদমস্তক জিলাপির প্যাচে মোড়া
    সোজা সাপটা বুঝতে নারাজ
নিজেদের মধ্যেই ভুল বুঝাবুঝি
সারাক্ষণ একটাই চিন্তা অন্যকে ল্যাঙ মারা
 
নিজে বাঁচলে বাপের নাম, প্রবাদ বাক্যে আছে
এই কথাটাই ব্রত করেছে বাংলার জনগণ
শুইতে,খাইতে,বসতে ও চলতে তাই তো দেখি
সন্তান নিজে বাঁচে, বাপকে ফাঁসির কাষ্ঠে ঝুলায়।
 
১৬/১০/২০২৪

কবির অন্যান্য কবিতা পড়তে নিচের শিরোনামের উপর ক্লিক করুন।

 

No comments

Powered by Blogger.