Header Ads

Header ADS

জরুরী এক সভা -মোঃ রুহুল আমিন


জরুরী এক সভা
মোঃ রুহুল আমিন
 
ডিমের নিয়ে সভা ডাকে
মোড়ল মরগ যিনি,
পুষ্টি খাবার দিচ্ছে কিনা
জানতে চাচ্ছে তিনি।
 
খেতে দেয় না পুষ্টি খাবার
বাড়ির কর্তা গণে,
সকাল হলে ডিমের জন্য
আসে জনে জনে।
 
অধিক দামে ডিমের বিক্রি
চলছে সিন্ডিকেট,
খাবার দিচ্ছে তুলনায় কম
ভরছে নাকো পেট!
 
মোদের কিছু দাবী আদায়
করতে হবে পেশ,
তবেই যেনো আগের চেয়ে
থাকতে পারি বেশ।
 
মানব দেহের পুষ্টি ঘাটতি
ডিমের থেকে পায়,
মুরগির দেহে গঠন রাখতে
পুষ্টি খাবার চায়।
 
সুষম খাবার বিশুদ্ধ জল
ঘরটা ভালো হলে,
রোগের সেবায় টিকা পেলে
এমন হলে চলে।

কবির অন্যান্য কবিতা পড়তে নিচের শিরোনামের উপর ক্লিক করুন।



No comments

Powered by Blogger.