মায়ের আঁচল - নন্দিনী লুইজা
মায়ের আঁচল
নন্দিনী
লুইজা
সৃষ্টিকর্তার
কাছে আত্মসমর্পণ করেই মায়ের গর্ভে বাস,
অন্ধকার
কুঠুর কেহ জানেনা শুধু জানে সৃষ্টিকর্তার কারিশমা।
মাকে
জানতে হয়, যত্ন নিতে হয় অনাগত মানব সন্তানের জন্যে,
ধৈর্য্যের
পরীক্ষা চলে সকাল বিকাল অহনিশি দশ মাস অবধি।
প্রতীক্ষার
প্রহর গুনতে গুনতে চলে মায়ের দিনলিপির গননা,
ভাবনার
খেলা ঘরে চলে- মা আর সন্তানের যত আলাপন।
এভাবেই
নির্দিষ্ট সময়ে সন্তান প্রসবের যন্তণায় কাতর মা জননী,
সমস্ত
কষ্টের অবসান ঘটিয়ে সন্তানের আর্তনাদ মায়ের সুখের অনুভূতি।
ভুলে
যায় এত লম্বা সময়ের অপেক্ষায় প্রসবকালীন কষ্ট,
হায়রে
নারী জাতি, তোর কারণে জগতের আলোর মুখ দেখি।
আবার
তোকে অসম্মান, অপবাদ দিতে একবিন্দু পিছনে না পেরে,
পৃথিবীতে
যা কিছু কল্যাণকর নারীর পাশে দাঁড়ায পুরুষ জাতি,
পুরুষের
পুরুষত্বের বিশ্বাস নারীকে করেছে অহংকারী।
এজন্যই
নারী- জগত সংসারে হাজারও বন্দনার আধার,
তাই
তো সকল সন্তানের নিরাপদ স্থান, মায়ের আঁচল।
২৫/০৯/২০২৪
শিক্ষক,
লেখক, কবি ও প্রকাশক
বর্ণপ্রকাশ
লিমিটেড
No comments