Header Ads

Header ADS

এবার এসো -মিফতাহুল জান্নাত তাসফি

এবার এসো
মিফতাহুল জান্নাত তাসফি
 
ওই অ-দূরে
কোণ সু-দূরে
আছ লুকিয়ে,
আজ ও মনে পড়ে ক্ষণে ক্ষণে তোমায়
স্মৃতিগুলো কাঁদায় আমায়।
এবার এসো সন্তর্পণে,
ভালোবাসি বলবো তোমারে।
কতকাল হয় না বলো, বলা ভালোবাসি!
কতকাল আর কথায় কথায় হয়না বাড়াবাড়ি।
কতোকাল আর একসাথে হয় না কানামাছি খেলা করা,
রাশি রাশি ধানগাছের আড়ালে লুকিয়ে  লুকোচুরি খেলা,
খেলা শেষে হাসিমাখা,উচ্ছাসিত মন নিয়ে বাড়ি ফেরা।
সে সব দিনগুলো থাকিবে স্মৃতি হয়ে হায়,
এ হৃদয়ের মণিকোঠায়।
কত সুন্দর ছিলো সেই স্বপ্নময়ী দিন,
তুমি আমি একসাথে ছিলেম স্বাধীন।
কতোকাল বলো তো ওই চিরচেনা মুখটা হয় না দেখা!
এবার এসো ঘোচাবো মনের যত দুঃখ ব্যথা।

কবির অন্যান্য কবিতা পড়তে নিচের শিরোনামের উপর ক্লিক করুন।

No comments

Powered by Blogger.