কাব্য কথা-১৪- নন্দিনী লুইজা
কাব্য কথা-১৪
নন্দিনী লুইজা
একটা জাতিকে ধ্বংস করতে চাও মানুষকে হত্যা কর
জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও সমস্ত জাতির বাতিঘর বই।
ভেঙে ফেলো উপাসনালয় মসজিদ মন্দির গির্জা,প্যাগোডা
তাহলে মেধাশূন্য মানুষ শুধু খাবে, আর ঘুমাবে,রাস্তা ঘাটে
ধর্মকে ব্যবহার করে রাজনীতির তোকমা লাগিয়ে,
তাহলে বোকা, অসহায় মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে।
পায়ের নিচে মাটি নাই ফলে ভাসমান অবস্থায় বসবাস,
এভাবে কতদিন টিকে থাকা যাবে,এই চিন্তায় ভবঘুরে মন-
হাপিত্যেশ করতে থাকে হৃদয়ের বাসনা বাঁচার তাগিদে।
তোফায়েল খিদা লাগছে আদর করে, সোহাগ করে,
ভাত খাওয়ায় শিক্ষিত দামি বিশ্ববিদ্যালয়ের ভাইরা।
ওরা সবাই জারজ সন্তান তাই ওদের জন্মের ঠিক নাই,
তোর বাপ, মা ভাই একখান তাও মরিছে, তোরে পেয়ে-
আনন্দ উল্লাস করে, ওদেরও কেউ নাই, তাই মজা নেয়,
প্রতিশোধ নেয়- ভিডিও করে, তোরে আচ্ছা মতো মারে।
দেশ থেকে বিদেশে প্রচার,নিজেদের মুখ কোথায় লুকাই,
মব জাস্টিস মানি না, মানবো না এটাই মানুষের কাম্য।
২১/০৯/২০২৪
No comments