Header Ads

Header ADS

রবের আরশ কাঁপে -মোঃ রুহুল আমিন

রবের আরশ কাঁপে
মোঃ রুহুল আমিন
 
বাবা মায়ের নির্দেশ মেনে
জীবন গড়ে যারা,
জীবন  পথে  সকল কর্মে
বেজায় খুশি তারা।
 
বাবা মায়ের আদেশ জারি
সন্তান মেনে চলে,
সেই সন্তানের জান্নাত যেন
মায়ের চরণ তলে।
 
বাবা মায়ের জন্য সন্তান
এলো এই না ভবে,
মহান রবের সকল সৃষ্টি
দেখলো সন্তান তবে।
 
তাদের মনে আঘাত করলে
রবের আরশ কাঁপে,
মরার পরে কঠিন আজাব
রবে অনল তাপে!
 
বাবা মায়ের বাসলে ভালো
সন্তানগণে সবে,
এপার ওপার দুই- পারেতে
তবেই ভালো রবে।

কবির অন্যান্য কবিতা পড়তে নিচের শিরোনামের উপর ক্লিক করুন।



No comments

Powered by Blogger.