Header Ads

Header ADS

ম্যাডাম বনাম জবাব -হেলেন আরা সিড

ম্যাডাম বনাম জবাব
হেলেন আরা সিড
 
ম্যাডাম, কাগজটি একটু খুলে দেখবেন প্লিজ
ধন্যবাদ..জানি খুলবেন, আমি মুখবইয়ের প্রেম
বহুদিন আপনার পেছনে হাঁটছি...।
 
জবাব.....
তুমি অন্যরকম এক যত্ন সাগরে ডুব দিয়ে আমায় খোঁজো
আমি সেই তোমাকেই জানাবো অভ্যর্থনা
শুধু আবরণটা ছিঁড়ে এসো আমার কাছে।
 
ম্যাডাম, আসলে কি জানেন......
ছেঁড়াতারের সুরহীন জীবন আজো ছুটছে ভালোবেসে
হাঁটছে পেছনে; হাঁটছে সামনে
ভালোবাসা তো কথা বলে না....শুধু
চোখে রাখে; হৃদয়ে লুকোয়।
 
জবাব...
ব্যাপার কি..মধ্যস্থতার কোনো বাহার নেই
চিন্তার তো দেখছি গভীর সন্ধান আছে
জমাট নিবীড়তার আলোড়নে বেশ
দখল
অব্যক্ত কষ্টের দীর্ঘশ্বাসে একাই পথ চলছো।
 
ম্যাডাম, সময়ের  অপ্রাপ্তিবোধে কিন্তু হয়ে যেতে পারি কখনো, কোনোদিন নিরুদ্দেশ।


No comments

Powered by Blogger.