Header Ads

Header ADS

দাঁড়ায় ছাত্র রুখে - মোঃ রুহুল আমিন

 দাঁড়ায় ছাত্র রুখে 
মোঃ রুহুল আমিন 

রাজ্যের রানি পুলিশ দিয়ে 
রাখে কবজা করে,
উঠলে জেগে আমজনতা 
নিয়ে যায় যে ধরে।
এমন ভাবে শোষণ করে 
পুলিশ শক্তি দিয়ে,
রাজ্যের মুকুট ধরে রাখে 
অপশক্তি নিয়ে।
বাঁধার প্রাচীর ভেঙে দিয়ে 
দাঁড়ায় ছাত্র রুখে,
সোচ্চার হলো সকল জনে 
পতন ধ্বনি মুখে।
শহর গ্রামে রাস্তার মোড়ে 
মিটিং মিছিল চলে,
দেশটা আবার স্বাধীন হবে 
আমজনতা বলে।
স্বৈরাচারের শোষণ থেকে 
দেশটা হবে মুক্ত,
শাহবাগের ওই গোলচত্বরে
সবাই হলো যুক্ত।
সেই মিছিলে ছুটছে মুগ্ধ 
পানি নিয়ে হাতে,
মুগ্ধর মাথায় বুলেট লাগে 
লুটিয়ে যায় তাতে।



No comments

Powered by Blogger.