মায়ের হাতেই হাতেখড়ি- মোঃ রুহুল আমিন
মায়ের হাতেই
হাতেখড়ি
মোঃ
রুহুল আমিন
মাগো
তোমার হাতটা ধরে
হেঁটে
হেঁটে চলা,
মাগো
তোমার মুখের বুলি
প্রথম
কথা বলা।
মাগো
তোমায় প্রশ্ন করেই
আস্তে
আস্তে শেখা,
মাগো
তোমার আঁচল ধরে
অনেক
কিছু দেখা।
মাগো
তুমি আগলে রাখতে
মিষ্টি
শাসন করে,
মাগো
তোমার খোকা কাঁদলে
থাকতে
তুমি ডরে।
মাগো
তোমার হাতেই লেখা
পড়ার
হাতে-খড়ি,
মাগো
তোমার মুখের ভাষায়
বর্ণগুলো…..পড়ি।
মাগো
তোমার আদর মাখা
আঁচল
ছোঁয়া পেয়ে,
মাগো
তোমার মুখের পানে
থাকতাম
শুধু চেয়ে।
মাগো
তোমার কাছে ছিলাম
হীরক
রাজ্যে খনি,
মাগো
তুমি রাখতে আমায়
করে
চোখের মণি।
মাগো
তুমি রাখতে খেয়াল
চোখে
চোখে দেখে,
কাজগুলো
সব গুছিয়ে নাও
মোর
আঁচলে রেখে।
তাঁর অন্যান্য কবিতা পড়তে শিরোনামের উপর ক্লিক করুন।
No comments