Header Ads

Header ADS

চাকরিটা আমার হয়নি! -এস,এম,জাহিদুল ইসলাম

চাকরিটা আমার হয়নি!
এস,এম,জাহিদুল ইসলাম
 
অনেক খোঁজাখুঁজির পরেও
চাকরিটা আমার হয়নি!
২১টি আবেদন করেও
কোন চাকরি পাইনি?
 
চাকরি নিতে কোটা লাগে
আমার কোন কোটা ছিল না,
চাকরি পেতে টাকার প্রয়োজন
তাই বুঝি চাকরিটা পেলাম না!
 
চাকরি নিতে প্রভাবশালী ব্যক্তির
সুপারিশ হয় দরকার,
মামা খালুর জোর থাকলে
চাকরিটা পেতাম কোন না কোন বার।
 
স্বাধীন দেশ, স্বাধীন দেশ
বলে করি গর্ব,
মেধাবী হয়ে চাকরি পাইনা
কি আর করবো?



No comments

Powered by Blogger.