Header Ads

Header ADS

বন্ধুত্ব - মোঃ আব্দুল্লাহ শাহ

বন্ধুত্ব
মোঃ আব্দুল্লাহ শাহ
 
বন্ধু মানে মমতার বন্ধন
সুখে দুখে পাশে পাওয়া,
মনের আনন্দ ভাগাভাগি করে
একসাথে আড্ডা দেওয়া।
বন্ধু মানে নির্লোভ ব্যক্তিত্ব
হিংসে বিদ্বেষ ভুলে থাকা,
বন্ধু ছাড়া এই পৃথিবীতে
জীবন হবে বড্ড একা।
শিশু-কিশোর যুবক বয়সে
মানুষ জীবনে কতইনা বন্ধু পায়,
আবার কর্মজীবনে এসে
পুরনো বন্ধুগুলো হারিয়ে যায়।
সারা জীবন থাকবে সবার হৃদয়ে
ভালোবাসা ভরা বন্ধুত্বের রেখা।
ব্যস্ততা পূর্ণ এই কর্ম জীবন পার করে
আবার হবে সবার সঙ্গে দেখা।




No comments

Powered by Blogger.