দাদির ভালোবাসা - এস,এম,জাহিদুল ইসলাম
দাদির ভালোবাসা
এস,এম,জাহিদুল ইসলাম
তারিখ --২৪/০৯/২৪ ইং
ছোট্ট সময় দাদির সাথে
ঘুমাতাম প্রতিরাত,
নানান রকম গল্প বলে
মাথায় রাখতো হাত।
কত সুখের দিন ছিলো
আদর করতেন দাদি,
তার কথা মনে হলে
রোজ রাতে কাঁদি।
দাদির হাতের চাউল ভাজা
খেতে ছিলো মজা,
একটু আড়াল হলে পরে
পাড়ায় পাড়ায় খোঁজা।
ভালোবাসার মানুষ বুঝিনি
এভাবে হারিয়ে যাবে,
দাদির সব স্মৃতি আমার
অন্তরে বেঁচে রবে।
No comments