মুসলিম উম্মাহ - জুলফিকার আহমেদ (সুমন)
মুসলিম উম্মাহ
জুলফিকার
আহমেদ (সুমন)
দেখো
চেয়ে বিশ্ব জুড়ে।
মুসলিম
উম্মাহ হাহাকার করে।
দেখো
চেয়ে আরবদের দিকে।
তাদের
সম্পর্ক কতো ফিকে।
বিচ্ছিন্ন
হয়ে থাকা যেনো তাদের স্বভাব।
এদের
মাঝে ঐক্যের বড় অভাব।
গাঁজাতে
হামলা হলো।
কারো
কিছু না গেলো এলো।
ইয়েমেন
লেবাননে হামলা হলো।
তবুও
তারা ঘুমিয়ে রইলো।
বদলায়নি
ভাই তাদের স্বভাব।
হুতিরা
দিলো শেষে যোগ্য জবাব।
হুংকার
দিলো তুর্কী নেতা।
বলছি
তায়্যেব এরদোয়ানের কথা।
ইব্রাহিম
রাইসি কথা বলে।
ঘুমালো
সে মৃত্যুর কোলে।
আফগান
আর পাকিস্তানের যেনো হলো কি?
কেমনে
মুক্তি পাবে এই জাতি।
মুসলিম
উম্মাহ হুংকার ছাড়ো।
ফিলিস্তিন
স্বাধীন করো।
নুরেদ্দীন
জেঙ্গীর মতন।
ধরাও
ওদের বুকে কাঁপন।
সালাউদ্দীন
আইয়ুবীর হয়ে তলোয়ার ধরো।
আল
আকসা মুক্ত করো।
তাঁর অন্যান্য কবিতা পড়তে নিচের শিরোনামের উপর ক্লিক করুন
No comments