নিজকে খুঁজ - মোঃ রাজা খাঁন
নিজকে
খুঁজ
মোঃ রাজা খাঁন
জীবের
প্রতি যাহার আছে
যত
বেশি টান,
সেই
হয় ভবে আসল মানব
সত্য
পালোয়ান।
জীবের
মাঝে খুঁজলে পাবে
তোমার পরিচয়,
তখন
তোমার থাকবে নাকো
বাঁচা মরার ভয়।
সকল
জীবে তোমার মত
করছে জীবন বিলাস,
আসল
নকল না দেখিয়া
খেয়েছ পশুর ঘাস।
চেয়ে
দেখো আকাশ পাণে
সূর্য
ডুবুডুবু,
জীবন
তোমার বৃথা গেল
শুদ্ধ
হয় না কভু।
তাঁর ছোটগল্পটি পড়তে শিরোনামের উপর ক্লিক করুন
No comments