Header Ads

Header ADS

আমার প্রার্থনা - রাকিবুল হাসান

আমার প্রার্থনা
রাকিবুল হাসান
 
হে রহিম রহমান আকুল আবেদন
জানাই দরবারেতে তোমার,
ক্ষমা করে দাও প্রভু জানা-অজানা
যত ভুল ত্রুটি আছে আমার।
 
অন্তর্যামী তুমি মুছে দাও হৃদয়
মাঝেথাকা দুঃখ কষ্ট বেদনা,
পূরণ করে দিও মাবুদ আমার
মনের সকল বাসনা।
 
হে পরওয়ারদেগার তোমার দেখানো পথে
চলার তৌফিক দিও আমায়,
তোমার দয়া ছাড়া এ ভুবনে
আমি বড় অসহায়।
 
সৃষ্টি কুলের মালিক তুমি
তুমিই পালনকারী,
তোমার রহমতের ছোঁয়ায়
অনন্ত জীবন দিতে চাই পারি।



No comments

Powered by Blogger.