Header Ads

Header ADS

কবিতার জন্য -তামজীদ মিরাজ

কবিতার জন্য
তামজীদ মিরাজ
 
তুমি আমার লেখা সেই প্রথম কবিতা,
যাকে লিখতে গিয়ে কতগুলো রাত আমার উত্তপ্ত হিয়া দুদণ্ড স্থির হতে পারেনি।
মস্তিষ্ককে বারবার টেনে হিঁচড়ে নিয়ে যেতে চেয়েছে।
 
জানো?
তুমি আমার সেই কবিতা,
যেই কবিতাকে খুঁজতে গিয়ে আমি
পিছনে একটা গোটা উপন্যাসের গল্প পার করে এসেছি।
 
তুমি আমার দেখা সবচেয়ে সুন্দর সাবলীল কবিতা।
তোমাকে লিখতে গিয়ে আবিষ্কার করেছি আমার পাষাণ হৃদয়ের কোমলতা।
অনুভব করেছি আমার মধ্যেও সারল্য আছে,
গভীরতা আছে।
 
এইযে এখন আমি যে কবিতা গড়গড় করে মুখস্থ বলি, সহজে আবৃত্তি করি।
সেই কবিতাকে খুঁজে পাওয়ার পেছনে রয়েছে আমার বহুমাসের কাঠখড়ি।
 
ঠিকানা বিহীন অপরিচিতা সে,
জানতামও না কোথায় থাকে!
আমার কাছে ছিল শুধুই,,
সাদা-কালো রঙের তার আবছায়া ছবিটা!
 
কী অদ্ভুত দেখো!
কত ভঙ্গুর পথ পাড়ি দিয়ে আজ,
তুমি আমার লেখা সেই প্রথম কবিতা!


 

No comments

Powered by Blogger.