শহরটা ছেড়ে- মোঃ আজহারুল ইসলাম অপুর্ব
শহরটা ছেড়ে
মোঃ
আজহারুল ইসলাম অপুর্ব
নির্ঘুম
রাতে শহরটা ছেড়ে,
নতুন
গন্তব্য পাড়ি দিলাম।
চিন্তায়
আছি কেমন করে,
আমায়
নিবে আপন করে।
নিঃসঙ্গ
মনে আঁধার নামে,
ভালোবাসা
কি পাবো সেখানে?
অজানা
শহর কেমন হবে,
বাঁচতে
পারবো কি ঠিক করে?
চোখের
কোণায় অশ্রু জমে,
হৃদয়ে
ভাসে শত ভয়।
কেমন
হবে সেখাকার পথ,
এ
ভয়ে আমি সারা রাত।
No comments