Header Ads

Header ADS

বন্ধু - মিফতাহুল জান্নাত তাসফি

বন্ধু 
মিফতাহুল জান্নাত তাসফি 

একটা সময় ছিলো যখন একজন অপরজনকে চিনতামই না, 
কিন্তু আজ একজন অপরজনকে ছাড়া চলেই না!
দেখা হলো সময়ের গতিতে, জীবন চলার পথে, 
অচেনা পথ হতে হেঁটে আসা, আজ চেনা পথে। 
একে অপরকে ছাড়া আজ বাঁচা বড় দায়, 
সময়ের ব্যবধানে দূরে যেতে হবে হায়! 
কার আগে কে আসবে কলেজে, থাকবে বন্ধুর প্রতীক্ষায়,
একসাথে সবে জড়ো হলে মাতোয়ারা পরিবেশ হাসি ঠাট্টায়।
ক্লাস ফাঁকি দিয়ে কমনরুমে বসে আড্ডা দেওয়া, 
কথাদের মিছিলে হারিয়ে যাওয়া, গল্প খাওয়া, 
ক্লাসের ফাঁকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, 
ফুচকার প্লেট নিয়ে টানাটানি, বিল নিয়ে বাড়াবাড়ি, 
ঝালমুড়ি ওয়ালা মামার ওই ঝাল ঝালমুড়ি খেয়ে পানির গ্লাস নিয়ে কাড়াকাড়ি,
একেক জনের প্রেম বিশারদ নিয়ে গল্পাবলি। 
আজি সবে মিলে একসাথে পণ করি, 
প্রিয় জায়গাটি যেনো কভু না ভুলি। 
কারো মন খারাপের দিনে-
তার প্রিয় জায়গায় নিয়ে গিয়ে, 
তার ভীষণ প্রিয় ফুল দিয়ে 
হৃদয়ভর্তি ভালোবাসা নিয়ে,
মনের গহীন থেকে ভালোবাসি বলা কথা! 
চোখ খুললেই হয় তার প্রিয় বন্ধুর সাথে দেখা, 
এতে যেন দেয় এক আজন্মকালের সুখ ধরা। 
হঠাৎ হঠাৎ করি আছে যত পাগলামি, রাগারাগি, মারামারি 
তারপর ফের হেসে বলি ;ভালোবাসি তো পাগলী! 
জীবনের এই এত এত স্মৃতির  মোহনায়, 
বন্ধু তোদের কভু ভুলা নাহি যায়। 
একসাথেপথচলা,হাসিমজা,আনন্দে কাটছে জীবন বেশ! 
বিদায় নামক ঘন্টা এসে করে দেবে সব শেষ।




No comments

Powered by Blogger.