চিঠি - মোঃ রাইয়্যান ইসলাম রকিব
চিঠি
মোঃ
রাইয়্যান ইসলাম রকিব
প্রিয়,
আপনার একটা চিঠির অপেক্ষায়!
তবে
অপেক্ষার অবসান ঘটেনি
ডাক
এ গিয়েছিলাম, অনলাইন চেক করলাম
হতাশ
হয়েছি।
তাই
দুঃখ ভরা মন নিয়ে শান্ত হয়ে বসে আছি
খোদার
কাছে আপনার জন্য ফরিয়াদ জানাচ্ছি।
প্রিয়,
আপনার একটা ফোন কলের অপেক্ষায়!
আপনার
মিষ্টি ভরা কণ্ঠ শোনার অপেক্ষায় ছিলাম,
ঘন্টার
পর ঘন্টা ফোনের পানে তাকিয়ে ছিলাম
একটা
ফোন কল আসেনি।
আপনি
হয়তো আমাকে নিয়ে ভাবেননি বা ভাবেন'ই না।
তবে
একটা চিঠি দিয়েন,একটা বার্তা দিয়েন
আপনার
বার্তার জন্য না হয় অপেক্ষায় থাকলাম!
বিশ্বাস
করেন, আপনি আমাকে চিঠি, বার্তা না দিলেও
আমি
আপনার জন্য প্রতিনিয়ত খোদার
দরবারে
চিঠি দিয়ে যায়।
আপনি
আপনার ডাক, অনলাইন সোশ্যাল প্লাটফর্ম
চেক
করুন?
আপনার
জন্য শত শত বার্তা,চিঠি দিয়েছি কল্পনায়,
হয়তো, উত্তরটাও পেয়ে গেছি
অন্তহীন ভাবনায়।
No comments