Header Ads

Header ADS

মেয়েটির মুখাবয়বে- হেলেন আরা সিডনী

মেয়েটির মুখাবয়বে
হেলেন আরা সিডনী
 
দারুণ মায়াবী ভাব মেয়েটির মুখাবয়বে
সম্বল - সম্পদহীন মনুষ্যত্ববোধটুকুতেই
বেঁচে থাকার অসাধারণ এক চেষ্টার স্বভাব।
 
নি:সীম অভাবেও হার না মানা হারে
বাঁচার শ্রম তাগাদায় লড়াকু জীবন জয়ে
অদম্য ভালোবাসার অন্তর দুয়ারে
একাকী দাঁড়িয়ে থাকে নিঃস্বার্থ প্রশস্ত হৃদয়ে।
 
দু:সময়েও থাকে নির্মল হাসি মুখ
চরম ক্ষতিগ্রস্হেও বিশ্বাসী কথা রাখে
চোখ জল লুকায়ে মর্মাহত মনে ছোটে
এই ভেবে - মানুষই তো মানুষের তরে।
 
অভিভাবকহীন বলে থাকে না জড়সর
ভয় - ভীতি জয়ে আল্লাহকে ডাকে
সৃজনশীল মনে আপন বেগে চলে।
 
আজ মেয়েটির মুখাবয়বে না বলা কথারা
চোখ - মুখে লুকাতে চেয়েও পারছে না
অন্তরের বাঁধ ভেঙ্গে বেরিয়ে আসতে চাইছে
কে যেনো ভিতর থেকে চিৎকার করে বলছে -
মানুষআমি মানুষ আমিও মানুষ
শুধু প্রয়োজনের গন্ডীতে আমায় খুঁজো না।


 

No comments

Powered by Blogger.