Header Ads

Header ADS

বর্ষাকাল-মুহাম্মদ

বর্ষাকাল
মুহাম্মদ
 
আষাঢ়ে আকাশ আঁধার লাগে গো,
ভরিয়া গেলে তা মেঘে।
কদমের ফুল পড়িলে ঝরিয়া,
ঘূর্ণি বাতাস লেগে।
ডাকিয়া উঠিলে আকাশের মেঘ
বৃষ্টির তত বেড়ে যায় বেগ
ওঠে আনন্দ জেগে।
আষাঢ়ে আকাশ আঁধার লাগে গো,
ভরিয়া গেলে তা মেঘে।
 
হঠাৎ বৃষ্টি হইলে বন্ধ,
পাখি ওড়ে ডানা মেলি।
আবার বৃষ্টি শুরু হয়ে গেলে,
ফিরে আসে নীড়ে চলি।
বাসায় আসিয়া পাখা ঝাপটায়
পালকের জল থাকে না পাখায়
ডানা উঠাইলে দুলি।
বৃষ্টি আবার বন্ধ হইলে,
বের হয় ডানা মেলি।
 
অনেক বৃষ্টি ঝরিবার পর,
মেঘ যায় যবে কাটি।
সূর্য তখন রৌদ্র ছড়ায়,
আকাশের মাঝে উঠি।
আকাশ তখন হয়ে যায় নীল
রোদের আলোয় করে ঝিলমিল
তারা জ্বলে মিটিমিটি।
অনেক বৃষ্টি ঝরিবার পর,
মেঘ যায় যবে কাটি।
 
রচনাকালঃ১৬ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ



No comments

Powered by Blogger.