Header Ads

Header ADS

ই-বুক সংখ্যা ০২ আপডেট পোস্ট

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় কবি/লেখক/লেখিকা। আপনারা জানেন আমাদের ই-বুক সম্পর্কে। গত মাসে একটা ই-বুক করার কথা ছিল। কিন্তু আমাদের পেজে সমস্যা হওয়ার কারণে সেটা আর করা হয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আগামী মাস অর্থ্যাৎ ডিসেম্বর মাসে সেই ই-বুকটা বের করবো।
যদি আপনারা সম্মতি দেন তাহলে আপনাদের সংক্ষিপ্ত কবি পরিচিতি এবং ছবি পাঠাবেন। সেই সাথে একটা কবিতা।
আমরা ২০-১১-২০২৪ তারিখ পর্যন্ত কবিতা সংগ্রহ করবো। কবিতা কবি পরিচিতি এবং ছবি দেওয়ার নিয়ম নিম্নে দেওয়া হলো।
 
নিয়ম:
১/ কবিতা দিতে হবে ২৮ লাইনের মধ্যে এর উপরে যেন না যায় তবে কম হলে সমস্যা নাই।
২/ কবিতা রাষ্ট্র বিরোদী বা ধর্ম বিরোধী এমন কি কোন ব্যক্তির বিরুদ্ধে দেওয়া যাবে না।
৩/ কবিতা দেওয়ার পর ৪৮ ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে।
 
কতজন কবি থাকবে?
এই আয়োজনে আপনাদের নিয়ে আমার টার্গেট মোট ১০০ জন কবির ১ টি করে কবিতা প্রকাশ করবো। সেই সাথে কত টাকা পেমেন্ট করবেন এবং কেন পেমেন্ট করবেন? এই সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন।
 
লিংক : এখানে ক্লিক করুন।




No comments

Powered by Blogger.