তুমি চলে যাচ্ছ-লিখন মোল্লা
তুমি চলে যাচ্ছ
লিখন মোল্লা
তুমি চলে যাচ্ছ এই তমাল তম রাতে,
আমি পথিক পানে তাকিয়ে আছি কেবলি।
এই জ্যোতির্ময় নগরের আলো নিভে যাচ্ছে।
তুমি চলে যাচ্ছ-
পথে পথে জোনাকিরা খুজে তোমাকে,
আমি নিশাচর হয়ে তোমাকে খুজি।
কিন্তু তোমার দর্শন আমি পাই না।
তুমি চলে যাচ্ছ-
পর্বত ভেঙে পড়ছে তরঙ্গিত নদীর মোহনায়!
নক্ষত্র থেকে তারা গুলো খসে খসে পড়ছে,
আমাকে গ্রাস করে শুধুই অপছায়া।
এই নিথর দেহে প্রাণ নেই, আছে শুধুই ভাবনা।
এই কর্কটক্রান্তির রেখা মালায়,
আমি হারিয়ে যাই বার বার।
তুমি চলে যাচ্ছ-
আমার কবিতাগুলো বাকরুদ্ধ, নিস্পৃহ!
নগরীর পৌর প্রাচীর, রাঙা কৃষ্ণচূড়া,
সব উপেক্ষা করে তুমি চলে যাচ্ছ!
আমাদের আবার দেখা হবে,
উত্তরী ঘেরা কোনো এক গোধূলিতে!
No comments