না দেখা ভালবাসা-শেখ আব্দুল হক
না দেখা ভালবাসা
শেখ আব্দুল হক
আউলা কেশে ছদ্মবেশে
যাবো তোমার শহরে
নির্ঘুম রাত অপেক্ষা করে
দেখবো তোমায় প্রহরে,
তোমার শহরের ওলিগলি
ঘুরবো আমি পাগল বেশে
শত অপেক্ষার পরেও যদি
দেখা হয় পরিশেষে।
যদি না পাই তোমার দেখা
করবো শহর লয়
তোমায় পেতে মনের ভীতর
জয় করিবো ভয়।
পাইতে আমি তোমার দেখা
খুঁজবো বল কোথায়?
আছো কোথায় লুকিয়ে তুমি
যাবো আমি সেথায়।
যদি পাই তোমার দেখা
মহা খুশি আমি
কারণ তুমি আমার কাছে
মহা মূল্যবান দামী।
No comments