বাঁশি-কবি মোক্তাকিম রাজ
বাঁশি
কবি মোক্তাকিম রাজ
বাঁশের বাঁশি নলের বাঁশি
সুর আছে রাশি রাশি
বাঁশির সুর ভালোবাসি।
বাজায় যে মধুর সুর
নিয়ে যায় মন শুদুর
কি আছে বাঁশির টানে
মন কাঁদে তার পানে
কি আছে সুরে তার
মন হতে চায় ঘরের বার।।
হাজার শাসন বারণ মোড়
পায়ে বেরি হাতে শিকল
ছিড়ে ফেলে খুলতে চাই দোর
কি আছে ঐ সুরের মূর্ছনায়,
দেহ মনে অন্তরায় বাজনা বাজায়।
না চাইবো পিছু পানে
চলিলাম বাঁশিওয়ালার টানে
মন কি আর মানে
চলিলাম বাঁশিওয়ালার সুরের টানে
দেখব না পিছুনে পানে
No comments