Header Ads

Header ADS

বসন্ত আসে না -ইয়াকুব আলী তুহিন

বসন্ত আসে না
ইয়াকুব আলী তুহিন
 
বসন্ত আসে না, 
আমাদের ছোট্ট গ্রামটায়, 
তোমার রং ছড়ানো ফুলের বাগানও নেই, 
আসে না আর প্রানের উল্লাস,
নেই প্রেমের মৃদু বাতাস।
 
আমাদের আকাশে রঙিন বাতাস নেই, 
নেই কোন আনন্দের ছোঁয়া। 
যেন প্রতিটি গাছ, প্রতিটি ডাল,
ম্রিয়মাণ জীবনের বোঝা নিয়ে দাঁড়িয়ে।
 
বসন্ত আসে না, 
ফুলের গন্ধ মিশে থাকে কেবল স্মৃতিতে, 
হৃদয়ে জমে থাকা বেদনার ছায়ায়। 
তোমার মিষ্টি হাসির অপেক্ষায় 
রাতের তারাগুলো নিভে যায়।
 
চোখের কোণায় একফোঁটা জল জমে,
যেন প্রশ্ন রেখে যায়
কবে আসবে সেই সবুজ মলাটের বসন্ত?
আবার কি ফুটবে রঙিন বাগান?
 
বসন্ত আসে না,
কেবল স্মৃতির ভিড়ে ভেসে বেড়ায়
একটি হারানো ঋতুর কথা,
যা আজও ফিরে আসেনি...
 
আকাশের নীলে মিশে থাকে অভিমান, 
মাটির বুকে জমে থাকা কান্না, 
বসন্ত আসে না, তবু আমরা বেঁচে থাকি ।
একটা নিঃশ্বাসে, একটা অপেক্ষায়, 
যদি কোনদিন সেই রং ফিরে আসে।



No comments

Powered by Blogger.